ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নকলায় টিসিবির সুবিধাবঞ্চিতদের মাঝে পৌর মেয়রের নগদ টাকা প্রদান

নকলায় টিসিবির সুবিধাবঞ্চিতদের মাঝে পৌর মেয়রের নগদ টাকা প্রদান

শেরপুরের নকলা পৌরসভার টিসিবির সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করে পৌরবাসীর নজর কেড়েছেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন।

বুধবার (২৯ মার্চ) দুপুরের দিকে পৌরসভার মেয়রের কার্যালয়ে পৌরসভাধীন টিসিবির সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।

জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য সরকার টিসিবি সুবিধা চালু করেছে। এতে পৌর এলাকার ৩ হাজার ৭৯০টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা সম্ভব হয়। কিন্তু পৌর এলাকায় টিসিবির চাহিদা সম্পন্ন সুবিধাভোগীর তুলনায় টিসিবির পণ্য প্রাপ্যতা অপ্রতুল হওয়ায়, চাহিদা সম্পন্ন সকলকে এই সুবিধার আওতায় আনা সম্ভব হয়নি। তাই নিম্ন আয়ের মানুষের ইফতার ও সাহরির কথা বিবেচনায় এনে টিসিবি পণ্যের ক্রয়মূল্যের চেয়ে বাজার মূল্যের অতিরিক্ত টাকা পৌর এলাকার টিসিবির সুবিধাবঞ্চিত আড়াই শতাধিক পরিবারের মাঝে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন নিজস্ব তহবিল থেকে ২০০ টাকা করে নগদ প্রদান করেন। মেয়রের এমন মহত উদ্যোগী কাজে সবাই সন্তুষ্ট। মেয়রের এ কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে মহতী এ কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, টিসিবি প্যাকেজের প্রতিটি প্যাকেটে ২ লিটার সয়াবিন তেল ২২০ টাকা, ২ কেজি মসুর ডাল ১৪০ টাকা, ১ কেজি ছোলা ৫০ টাকা ও ১ কেজি চিনি ৬০ টাকা হিসেবে সরকারি মোট মূল্য ধরা হয়েছে ৪৭০ টাকা। কিন্তু বাজার থেকে এসব পণ্য ক্রয় করতে একজন ক্রেতার প্রায় সাড়ে ছয়’শ টাকা লাগে। তাই পৌর এলাকার টিসিবির চাহিদা সম্পন্ন কিন্তু সুবিধাবঞ্চিত এমন পরিবারের মাঝে নগদ ২০০ টাকা করে প্রদান করা হলো। নগদ ২০০ টাকা পাওয়ায় টিসিবির চাহিদা সম্পন্ন সবাই নিজের পকেট থেকে সরকারি টিসিবির মূল্য ৪৭০ টাকা ব্যয় করেই ওইসব পণ্য ক্রয় করতে পারবেন।

দেশের সকল জনপ্রতিনিধি ও সামর্থবান সবাই যদি এমন মহতী কাজের মতো বিভিন্ন কাজে নিজ নিজ এলাকায় আত্মনিয়োগ করতেন, তাহলে দেশে দরিদ্র বলতে কোন শব্দ থাকতো না। সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভাবের সৃষ্টি হতো, সমাজের মানুষের মাঝে কমতো বৈষম্য; এমনটাই মনে করছেন স্থানীয় সুশীলজন।

সুবিধাবঞ্চিত,পরিবার,টাকা,প্রদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত