দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ১৩:০৪ | অনলাইন সংস্করণ

  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাগলার মোড়ের দক্ষিণ পার্শ্বে দি বিরতি রেষ্টুরেন্টের সামনে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও গুরুতর আহত হয়েছে ৩জন।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী থেকে রাজশাহী যাওয়ার পথে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের কাছে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বায়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মোটরসাইকেল হার্ড ব্রেক করে শাওন (২২) নামে এক আরোহী নিহত ও অপর আরোহীরা গুরুতর আহত হন। আহতরা হলেন- হাসিব (১৮), শাওন (২০) ও ফারিয়ান (৫)।

ঘটনাক্রমে, কাকতালীয়ভাবে দুমকিতে সদ্য যোগদানকারী ওসি বাসের পিছনেই ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহী গুরুতর আহতদের তার পিকআপ ভ্যানে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরদেরকে পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। বাসটি আটক করে রেকার দিয়ে উদ্ধার প্রচেষ্টা চলছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।