গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে রাস্তার পাশের দোকান-ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে টেকেরহাট- গোহালা সড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে শহিদুল আলম মিন্টুর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে রাজৈর উপজেলার খালিয়া ও তাতীকান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় শহিদুল আলম মিন্টুর ভাড়া দেয়া ফার্নিচার ও মুদি দোকানসহ ৫ টি দোকান ঘর সম্পূর্ন পুড়ে যায়।
রাজৈর উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন জানায়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেক চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে ৫টি দোকান ঘর সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে।