ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ মাটি তোলার দায়ে ১ লাখ টাকা জরিমানা

অবৈধ মাটি তোলার দায়ে ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মহেশপুর মদকপাড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রায়গঞ্জ পৌরসভার মহেশপুর মদকপাড়া এলাকায় এ অভিযান পরিচালন করেন ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধ মাটি উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও বলেন, উপজেলার নিমগাছি বাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও বাজার মনিটরিং করা হয়েছে।

মাটি,উত্তোলন,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত