ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ দোকানির জরিমানা

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ দোকানির জরিমানা

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৩ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মিরপুর ওয়াবদা বাজারের মিলন স্টোরকে ৪ হাজার, কড্ডা মোড় এলাকায় মধু রস মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার ও সুইট শপকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের এসএস রোডের বিভিন্ন কাপড়ের দোকান ও ব্র্যান্ডশপে মনিটরিং করা হয়েছে।

সেই সঙ্গে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করা, প্রাইস ট্যাগ কাটাকাটি না করা, একই পণ্যে একাধিক প্রাইস ট্যাগ ব্যবহার না করা, পুরাতন মূল্য কেটে নতুন মূল্যের ট্যাগ ব্যবহার না করা ইত্যাদি বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

মেয়াদোত্তীর্ণ,পণ্য,বিক্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত