সিরাজগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনে আলোচনা সভা
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ১১:৫০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ৭ দিনব্যাপি জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরের দিকে “করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন” প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যলি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বির সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী মৎস্য বিভাগের উপ-পরিচালক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার শাহীনুর রহমান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিনিয়ির উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা প্রমূখ।
এদিকে, ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৩ পালন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।