ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে রপ্তানি বাণিজ্য 

দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে রপ্তানি বাণিজ্য 

বেনাপোল স্থলবন্দরের ওপাশে পেট্রাপোল অংশে বাংলাদেশের রপ্তানীকৃত ট্রাক থেকে গত ১৮ মার্চ (শনিবার) ৪০ পিস স্বর্ণের বারসহ আটক করা হয় ট্রাকের চালক ও ভারতের একজন সিএন্ডএফ কর্মচারীকে।

এর প্রতিবাদে ১ এপ্রিল (শনিবার) থেকে রপ্তানী বাণিজ্য বন্ধ করে দিয়েছে পেট্রাপোল স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন। বাংলাদেশ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতক্ষীরা জেলার রপ্তানীকারক প্রতিষ্ঠান জাহানারা সী ফুড মাছ রপ্তানী করে। রপ্তানী বাণিজ্য বন্ধ থাকলেও আমদানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। রপ্তানী বন্ধ থাকায় বেনাপোল স্থলবন্দর এলাকায় ৬’শ এর অধিক রপ্তানীবাহী ট্রাক আটকা পড়েছে। ফলে বন্দর এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

পেট্রাপোল ষ্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাশাঙ্ক শেখর ২ জন আটকের বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের রপ্তানীবাহী ট্রাক থেকে ৪০ পিস স্বর্ণবারসহ চালক ও ভারতীয় একজন সি এন্ড এফ কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃতদের জেলে পাঠানো হয়েছে আর ট্রাক কাস্টমসের কাষ্টারীতে আছে। তবে বিয়ষটি সমাধানের জন্য ভারতীয় কাস্টমস বিএসএফ সিএন্ডএফ নেতাদের সাথে মিটিং হওয়ার কথা রয়েছে।

রপ্তানী,বাণিজ্য,বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত