বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় ট্রাকচাপায় ভ্যানচালক আব্দুল মান্নান (৩২) নিহত হয়েছে। সে ওই উপজেলার রতন কাওয়াক গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ ৩ যাত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার (২ এপ্রিল) দুপুরে যাত্রী নিয়ে অটোভ্যানটি উল্লাপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানচালক নিহত হয় এবং নারীসহ ৩ যাত্রী আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে এবং দূর্ঘটনার পর নিহতের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।