সিরাজগঞ্জের নদীতে বর্জ্য অপসারণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ২১:৩২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে অপরিশোধিত বর্জ্য অপসারণে দুষিত পানিতে মাছসহ জলজ প্রাণী মারা যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রোববার দুপুরের দিকে ওই উপজেলার চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতির উদ্দ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়।

দোকান মালিক সমিতির সভাপতি ফেরদৌস সরকার শামিমের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা বাপার আহব্বায়ক দীপক কুমার কর, সদস্য জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা রফিকুল ইসলাম বাবলু, ওই সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দিন লিটন, উপজেলা বনিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ শিখন প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে এসআর কেমিক্যাল কোম্পানি ও মজুমদার প্রডাক্ট কারখানা দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে ওই নদীর পানি দুষিত না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।