বেগমগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩, ২১:৩৮ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ২২-২৩ অর্থ বছরে মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে । 

রোববার দুপুরে বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আশিক জামিল মাহমুদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার আশিক এলাহী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মামুনুর রশীদ কিরন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্যালেন চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, চৌমুহনী  আওয়ামীরীগের  সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, বিশিষ্ট ব্যবসায়ী ইসতিয়াক আলম সোহান, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূইয়া,সহ স্থানীয় উপজেলা প্রান্তিক কৃষক ও  সরকারি কর্মকর্তা প্রমুখবৃন্দ।  অনুষ্ঠানে প্রায় ৩০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  ডি,এ,পি  সার ১০ কেজি,এম ও পি ১০ কেজি,বীজ ধান ৫ কেজি করে বিতরন করা হয়েছে।