রংপুরে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ১২:২৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর নগরীর ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ উন্নয়ন ও সফলতার লক্ষ্যে ফ্রেন্ডস অফ হিউম্যানিটির (এফওএইচ) উদ্যোগে রোববার (২ এপ্রিল) দুপুরে এফ ও এইচ প্রাথমিক স্কুল চত্বরে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।

আমেরিকার অর্থায়নে চলছে নগরীর রবাটসনগঞ্জস্থ এফ ও এইচ প্রাথমিক স্কুলটি। হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর তত্ত্বাবধায়নে ও পরিচালনায় এফ ও এইচ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সকল প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ মনোয়ারা সুলতানা মলি প্রধান অতিথি থেকে এফ ও এইচ প্রাথমিক স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পোশাক, জুতা-মুজা, ব্যাগ, পাঠ্যপুস্তুক, জ্যামিতি বক্স, খাতা, কলম, রাবার, প্যানসিল, স্কেলসহ সকল প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করেন। 

এ সময় হিটের ভাইস চেয়ারম্যান এম এ বারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফ ও এইচ প্রাথমিক স্কুল এর প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা, হিড এর সহকারী নির্বাহী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম.এ আউয়াল, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাব্বির হোসেন, ক্যাশিয়ার ওয়াকিল আহমেদ মুন্না, এফ ও এইচ প্রাথমিক স্কুল এর সহকারী শিক্ষিকা রওনক সুলতানা, মোনালিসা, নাজনীন নাহার, ফাতেমাতুজ জোহরা ও রানী আক্তার।

অনুষ্ঠানের সভাপতি ও হিটের ভাইস চেয়ারম্যান এম এ বারী বলেন, এ স্কুলটি একটি ব্যতিক্রম স্কুল। কারণ এখানে সমাজের অসহায় পরিবারের শিশুরা পড়াশোনা করে। তারা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে পড়াশোনা করেন। শুধু পড়াশোনাই নয়, তাদেরকে যাতায়াত ভাড়াও দেয়া হয় এ প্রতিষ্ঠান থেকে।

স্কুলের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা বলেন, সমাজে ঝরে পড়া শিশুদের নিয়ে আমরা কাজ করছি। অর্থের অভাবে যে সকল শিশুর লেখাপড়া বন্ধ ছিল, আমরা তাদেরকে নিয়ে এসে সম্পূর্ণ বিনা পয়সায় লেখাপড়া শেখাচ্ছি। যাতে করে তারা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে।