পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তার সমম্বয়ে একটি টিম রোববার (২ এপ্রিল) বায়ুদূষণকারী কয়েকটি ইটভাটা ও একটি স্টীল রিরোলিং মিলসে অভিযান পরিচালনা করে ১২ লাখ টাকা জরিমানা আদায় এবং ১ জনকে ১ মাসের জেল হাজত প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(২) ধারা লংঘনের দায়ে তারাব পৌরসভা এলাকার মেসার্স এ এস বি ব্রিক-১ কে ৫ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং রূপগঞ্জের ভুলতার আওখাব এলাকার মেসার্স নাসির উদ্দিন ব্রিককে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়। এছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৪) ধারা অনুযায়ী মেসার্স প্রিমিয়ার স্টীল রি-রোলিং মিলস (প্রা:) লি: কারখানাকে ২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এছাড়া সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীট পিটিশন নং-৯১৬/২০১৯ এর বিরুদ্ধে লিভ টু আপীল মামলা নং: ৮০৬/২০২২ থাকায় কয়েকটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। এসব ইটভাটাগুলো হচ্ছে- রূপগঞ্জের কাঞ্চনের বিরাব তারাইল এলাকার মেসার্স আর বি এম ব্রিকস, মেসার্স এম টি বি ব্রিকস, মেসার্স এ আর বি ব্রিক-১, মেসার্স এ আর বি ব্রিক-২, মেসার্স বি আর বি ব্রিক-১ ও মেসার্স বি আর বি ব্রিক-২।
নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।