ঈশ্বরদীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ (৩৯) কুড়িগ্রামের নাগেশ্বরী থানার আজগর আলীর পুত্র। রোববার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে দাশুড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লা আল মামুন জানান, পিকআপ ভ্যানে ২৪ কেজি গাঁজা ঈশ্বরদীতে আনার গোপন সংবাদের ভিত্তিতে দাশুড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ আসামী আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার (৩ এপ্রিল) ঈশ্বরদী থানায় মামলা দায়ের এবং আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে।