নাটোরে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই নিহত

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ১৫:০৩ | অনলাইন সংস্করণ

  নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই আব্দুর রহমান (৪৫) নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরও দু’জন আহত হয়েছেন। রোববার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চামারি ইউনিয়নের ছোট কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার একই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কৃষক আব্দুর রহমানের সাথে ফসলী জমি নিয়ে তার মামাতো ভাই আব্দুল করিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যায় আব্দুল করিম লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ কয়েকজন নিয়ে হঠাৎ আব্দুর রহমানের বাড়িতে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের লাঠি ও হাসুয়ার আঘাতে আব্দুর রহমান, তার ভাই শহীদুল ইসলাম ও বোন সবিরন বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে আব্দুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড়ভাই সলেমান আলী বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযানে রয়েছে।