সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় মিটারের আবেদন ফি বাকি না দেয়ায় সবুজ নামের এক যুবকে বেদম মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ -২ এলাকায় সবুজ কম্পিউটারের দোকানে কাজ করছে দীর্ঘদিন ধরে। সোমবার সকালে অনলাইনে মিটারের আবেদন ফি বাকি না দেয়ায় একই এলাকার জনৈক জাহাঙ্গীর তার দোকানে প্রবেশ করে কম্পিউটার ভাংচুরসহ লক্ষাধিক টাকার ক্ষতি করে। এতে বাধা দিলে সবুজের উপর ক্ষিপ্ত হয়ে বেদম মারপিট করে জখম করা হয়েছে।
এ সময় স্থানীয় দোকানিরা ঠেকাতে এলে তাদেরকেও মারপিট করা হয়। এ বিষয়ে সবুজ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।