পাবনার সুজানগরে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে ইট প্রস্তুতকারী শ্রমিক সর্দার তজু প্রামাণিক খুন হয়েছেন। রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুজানগর পৌরসভা ভবনের পশ্চিম পাশে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়। নিহত তাজু প্রামানিক সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের মৃত ইমান আলী প্রামাণিকের ছেলে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিক সর্দার তজু প্রামাণিক সুজানগর পৌরসভা ভবনের পশ্চিম পাশে এলে পূর্ব বিরোধের জের ধরে এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারী তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।