ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ঈদের জামা কেনার টাকা না পেয়ে ছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জে ঈদের জামা কেনার টাকা না পেয়ে ছাত্রের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে ঈদ উপলক্ষে নতুন জামা কেনার টাকা না পেয়ে স্কুল ছাত্র শরীফ (১৫) আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের প্রবাসী মাসুদ মোল্লার ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই স্কুল ছাত্র রোববার সকালে ঈদের কেনাকাটা করার জন্য তার মায়ের কাছে টাকা চেয়েছিল। এ টাকা না পেয়ে অভিমান করে সোমবার সন্ধ্যায় ওই স্কুল ছাত্র ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় ওইদিন রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ছাত্র,আত্মহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত