ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন কমিটি গঠন

সভাপতি হেনরী, সম্পাদক মুরাদ
সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন কমিটি গঠন

সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে আওয়ামী লীগ নেতা কণ্ঠশিল্পী ড. জান্নাত আরা হেনরীকে সভাপতি ও নাট্য নির্দেশক ইমরান মুরাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর সোমবার বিকেলে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি হলরুমে এ কমিটি ঘোষণা করা হয়। সাবেক সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে এ সভার আলোচনা শেষে আসাদ উদ্দিন পবলুকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠিত এ আহবায়ক কমিটির সর্বসম্মতিতে আগামী ২ বছরের জন্য নবনির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে ওই দুই জনের নাম ঘোষণা করা হয়েছে।

এ সময় জোটের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ গৌর ও অনান্য নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,সাংস্কৃতিক জোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত