মানিকগঞ্জে ডা. কেরামত আলী হাসপাতালে নবজাতকের পা পুড়ানোর মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, গত মাসের ১৮ তারিখে সিংগাইর উপজেলার ডা. কেরামত আলী হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন জয়মন্টপ ইউনিয়নের ঢোনখাল পাড় গ্রামের শুকুর আলীর স্ত্রী তাজ নাহার (২৫)। এসময় গাইনী ডাক্তার মাহমুদা সুলতানা সাকী, নার্স শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মো. জাহিদ খান বেপরোয়া ও তাচ্ছিল্য সহকারে নবজাতক শিশুর দুই পায়ে গরম থেরাপি দিয়ে শিশুর দুই পা পুড়িয়ে ফেলে।
এ ঘটনায় নবজাতকের পিতা শুকুর আলী সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি অবগত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনা ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলামের তত্ত্ববধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলাম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নার্স শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মো. জাহিদ খানকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আটক আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।