নারায়ণগঞ্জে তিনটি শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সিলগালা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ১১:৫১ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইঘর এলাকায় বিল বকেয়া থাকায় এবং অবৈধ সংযোগ নিয়ে কারখানা চালানোর অভিযোগে তিনটি শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে।
তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারশিদ বিন এনামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
ফারশিদ বিন এনাম জানান, ফতুল্লার ওয়াপদারপুর এলাকার অন্তু টেক্সটাইল মিল দীর্ঘদিন বিল না দিয়ে গ্যাস ব্যবহার করে আসছে। তাদের কাছে তিতাসের বিপুল অংকের টাকা বকেয়া। এ কারণে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ভুঁইঘরের আনিকা ওয়াশিং প্লান্টে অবৈধ গ্যাস সংযোগ নেয়ায় তা বিচ্ছিন্ন করে প্লান্টটি সিলগালা করে দেয়া হয়েছে।
এছাড়া আবাসিক সংযোগ থেকে বাণিজ্যিক সংযোগ নিয়ে ব্যবহার করার অভিযোগে একটি বাল্ব কারখানাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।