ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রীতি সম্মিলন 

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রীতি সম্মিলন 

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ওই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে রবি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শব্দটির সঙ্গে বহুত্ববাচকতা জড়িয়ে আছে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নতুন জ্ঞান, উদ্ভাবন বিশ্ববিদ্যালয়ের কাজ। শিক্ষার্থীরা আনন্দর উদ্দীপনা নিয়ে নিয়মিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ে শান্তিপ‚র্ণ হার্দিক পরিবেশ তৈরি হয়েছে বলেই সম্ভব হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। আলোচনা শেষে ইফতার ও দোয়ার মাধ্যমে এ প্রীতি সম্মিলনের সমাপ্তি ঘটে। এ অনুষ্ঠানে রবীন্দ্র রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ ও রেজিস্ট্রার সোহরাব আলী উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত