‘সুশিক্ষা অর্জন করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে হবে’
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ২৩:২২ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাদঁপুর) প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাশেদুল ইসলাম বলেছেন, আত্মপ্রত্যয়ী হয়ে সুশিক্ষা অর্জন করে পিতামাতার স্বপ্ন বাস্তবায়ন এবং জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রম করতে হবে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৯ নং গন্ধর্বপুর (উ.) ইউনিয়ন পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার তথ্য-প্রযুক্তি নির্ভর স্বনির্ভর আধুনিক বাংলাদেশ বি-নির্মাণে নিরলসভাবে কাজ করছে।
মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: কামাল হোসাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাকৈরতলা জনতা কলেজের প্রতিষ্ঠাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ফয়েজ আহম্মেদ।
এসময় আরো বক্তব্য রাখেন, কাকৈরতলা জনতা কলেজর অধ্যক্ষ মো: মনিরুল হক পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ফেমাস ক্রিয়েশন লিমিটেড এর পরিচালক মো: ইউনুছ, কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাফাজ্জল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা আলী, পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, অত্র ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার মো: ফিরোজ আলম হীরা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাকালীন নগদ টাকার চেক এবং সনদ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ইউপি ৯নং ওয়ার্ড মেম্বার মো: খোরশেদ আলম, ৫ নং ওয়ার্ড মেম্বার মো: মিজানুর রহমান সহ সকল ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।