সিরাজগঞ্জে তাঁত সমৃদ্ধ এনায়েতপুর থানার এনায়েতপুর বাজারে অভিযান চালিয়ে ওজন কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় চালের মাপে কারচুপির দায়ে পূর্বালী স্টোরকে ২০ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় রহিম মুরগির ঘরকে ১ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে স্বর্ণা মিষ্টি ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর আলি নেওয়াজ চৌধুরী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হালিমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।