হালুয়াঘাটে পাঁচ টাকায় ইফতার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৩:৩৮ | অনলাইন সংস্করণ
দেওয়ান নাঈম, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে মাত্র পাঁচ টাকায় ইফতার সরবরাহ করছেন জয় মানবতার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
নিম্ন আয় ও ছিন্নমূল মানুষদের জন্য এই সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছেন তারা।
শুক্রবার (৭ এপ্রিল) বিকালে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জয় মানবতা (WE FOR YOU) এর ব্যানারে তারা এই ইফতার বিক্রি করেন।
সরেজমিনে দেখা যায়, একদল যুবক টেবিলে বিরিয়ানির প্যাকেট রেখে দাঁড়িয়ে আছেন। টেবিলের সঙ্গে ব্যানারে লেখা পাঁচ টাকায় ইফতার। এছাড়াও লেখা রয়েছে আত্মমানবতায় সমাজ গড়ি, দানে নয় নিজের টাকায় ইফতার করি।
আয়োজকরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষেরা। রোজার মাসে খেটে খাওয়া এসব মানুষের ভোগান্তি আরও বেড়েছে। কাজের তাগিদে বেশিরভাগ দিনই ইফতারের সময় পথে-ঘাটে কাটাতে হয় তাদের। কিন্তু দাম বেশি হওয়ায় দোকান থেকে ইফতারসামগ্রী কিনে তৃপ্তি নিয়ে খাওয়ার সুযোগ নেই। সেই কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, কাউন্সিলর মো.আসাদুজ্জামান জামান, কবি জালাল উদ্দিন আহম্মেদ, হালুয়াঘাট প্রেস ক্লাবের সহঃসভাপতি সাইফ জামান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হালুয়াঘাট উপজেলা শাখার আহবায়ক মো. শাহাদাত হোসেন আকন্দ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জয় মানবতার (WE FOR YOU) সংগঠনের প্রতিষ্ঠাতা অনন্ত হাসান প্রেম, সেবা প্রতিনিধি ওয়াহিদ তাওসিফ রামিম, মারুফ হাসান ইমতিয়াজ, দিগন্ত চন্দ্র মন্ডল, বাদন চন্দ্র দে, তানভীর প্রমুখ।