সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৬:২৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুড়মা গ্রাম থেকে গৃহবধূ মাহেলা খাতুনের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের এবাদ আলীর স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গৃহবধূ দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিল। শনিবার (৮ এপ্রিল) সকালে ঘরের বারান্দায় গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।