সিরাজগঞ্জে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে ট্রাক চাপায় নারী বিড়ি শ্রমিক রিজিয়া খাতুন (৫২) নিহত হয়েছেন। তিনি একই এলাকার কালিয়া গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, শনিবার (৮ এপ্রিল) দুপুরের দিকে কিসমত বিড়ি ফ্যাক্টরী থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই নারী। এ সময় উল্লেখিত স্থানে বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ ও নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।