সীতাকুণ্ডে ঈদের মার্কেট করে বাড়ি ফেরা হলোনা পিতা-পুত্রের 

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ১৩:২০ | অনলাইন সংস্করণ

  নন্দন রায়, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ঈদের মার্কেট করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন পিতা-পুত্র। এসময় একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে ধাক্কা দিলে রাস্তার পাশে পথচারী পিতা-পুত্র নিহত হন। শনিবার (৮ এপ্রিল) রাত ১০ টার সময় উপজেলার বড় দারোগারহাট উত্তর বাজারে এ দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পিতা সেলিম উদ্দিন (৪০) ও পুত্র মিনহাজ (১০)। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, ঈদের মার্কেট করে বড় দারোগারহাট থেকে মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন নিহত সেলিম ও পুত্র মিনহাজ। বড়দারোগার হাট স্কেলের সামনে রাস্তার কাজ চলছিল, পাশে একটি পিকআপ দাঁড়ানো ছিলো। ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি তরমুজ বোঝাই ট্রাক রাস্তা সমান মনে করে (রাস্তার কাজ চলা বুঝতে না পেরে) চট্টগ্রাম এর দিকে আসতে গিয়ে দাঁড়ানো পিকআপটিকে ধাক্কা দিলে তরমুজ বোঝাই ট্রাকটি উল্টে যায় এবং পিকআপটি পথচারী পিতা-পুত্রের গায়ের উপর গিয়ে পড়লে ঘটনাস্থলে তারা নিহত হয়। 

সীতাকুণ্ডের কুমিরা-টেরিয়াইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শাহাদাত হোসেন বলেন, আমরা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিতা-পুত্র নিহত হয়েছেন।