ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ 

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঈশ্বরদীতে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার (১০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের আওতায় ২৮৯ টি ট্যাব বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরিফ ও পরিসংখ্যান সহকারী ফজলে এলাহি।

শিক্ষার্থী,ট্যাব,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত