নাটোরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময় সভা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ১৫:৫২ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
"অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন" এ প্রকল্প নিয়ে নাটোরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন হলরুমে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অপরাজিতা নারীরা বলেন, আমরা নারীরা সমাজের অনেক ক্ষেত্র থেকে পিছিয়ে রয়েছি। সমাজের তৃণমুল পর্যায়ে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠির কাছে পুরুষের পাশাপাশি নারীরাও সেবা ও তথ্য পৌঁছে দিচ্ছেন। দেশের উন্নয়নে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা অবদান রাখছেন। কিন্তু আমরা নারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে বিভিন্ন সময় বাধার মুখে পড়তে হয়। আজ নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নারীরা নির্বাচন করতে গেলে দল থেকে আমাদের অনেক ক্ষেত্রে মনোনয়ন দেয় না। আমরা নারী ভোট করতে পাবো না, অর্থ নেই, জনবল নেই বলে ভাবা হয়। কিন্তু আমরা নারীরা রাতদিন সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের নিয়ে কাজ করছি।
অনুষ্ঠানে সিংড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা হক রোজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক রণেন রায়, দেবাশীষ সরকার,মো. শহীদুল হক সরকার, মোস্তাফিজুর রহমান টুটুল, অপরাজিতা তেবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লায়লী বেগম, সিংড়া উপজেলার খাদিজা খাতুন প্রমুখ।
সভায় এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং কোর্ডিনেটর শাহীনা লাইজুর সঞ্চলনায় উপস্থিত ছিলেন সাংবাদিক এম জাহিদুল হুদা ফরহাদ, মো. আজিজুল হক টুকু, আব্দুর রাজ্জাক লাকি, সুফি সান্টু, মো.লিটন হোসেন লিমন, হেলাল উদ্দিন, মো.রাসেলসহ অনেকে।