সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, উক্ত গ্রামের তোফাজ্জাল হোসেনের সঙ্গে একই গ্রামের ফজল আলী গংয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এ জমি দখল নিয়ে উভয়গ্রুপের চেষ্টা চলছিল। এরই জের ধরে সোমবার (১০ এপ্রিল) সকালে ফজল আলী গং তোফাজ্জলের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। এতে বাঁধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে উভয়গ্রুপের ৯ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।