সিরাজগঞ্জে স্ত্রীর গলায় ছুরি ধরে বাইক ছিনতাই গ্রেফতার দুই
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ১৯:০৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮নং ব্রীজ এলাকায় এক ব্যবসায়ীর স্ত্রীর গলায় ছুরি ধরে মোটরসাইকেল (বাইক) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলহরি গ্রামের রানা খান (২৫) ও রতন আলী (২২)।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, শনিবার রাতে ব্যবসায়ী জামিল হাসান স্ত্রীকে নিয়ে মটোর সাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় ওই সড়কের উল্লেখিত স্থানে কয়েকজন ছিনতাইকারী মটোরসাইকেল আরোহীর পথরোধ করে এবং ব্যবসায়ীর স্ত্রীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে মটরসাইকেল ছিনতাই করে তারা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা মটোর সাইকেলসহ ওই ২ জনকে আটক করে গণধোলাই দেয়া হয় এবং পুলিশ রাতেই তারদেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।