ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে প্রতারক চক্রের এক নারী সদস্য আটক, নগদ টাকা উদ্ধার

ফেনীতে প্রতারক চক্রের এক নারী সদস্য আটক, নগদ টাকা উদ্ধার

ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে রূপালী ব্যাংকের সামনে থেকে জোসনা খাতুন (৩৩) নামের প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রতারনার মাধ্যমে অপর নারী থেকে হাতিয়ে নেয়া এক লাখ টাকার মধ্যে ৭৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃত জোসনা বগুড়া জেলার বাসিন্দা। সে বর্তমানে ফেনী শহরের সহদেবপুরে ভাড়া বাসায় থাকে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকেই জোছনা খাতুনকে গ্রেফতার করে ফেনী মডেল থানার উপ পরিদর্শক লিজন মজুমদার।

ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক মোঃ ইমরান হোসেন জানান, ৬ এপ্রিল দুপুরে শহরের রামপুর সৈয়দ বাড়ির শাহ আলমের স্ত্রী দিল আফরোজ বেগম রূপালী ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে এবং বাসা থেকে সাথে করে নিয়ে আসা পঞ্চাশ হাজার টাকাসহ বের হলে জোসনা আক্তার অসুস্থতার ভান করে এই মহিলার সামনে পড়ে। পরে আরো কয়েকজন প্রতারক একত্রিত হয়ে কৌশলে দিল আফরোজ বেগমের ব্যাগ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে দিল আফরোজ বেগম বাসায় গিয়ে বিষয়টি টের পেয়ে পুলিশকে অবগত করে। এই ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ প্রতারক চক্রের এই সদস্যদের গ্রেপ্তার করে ও নগদ ৭৫ হাজার ৫শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

প্রতারক,সদস্য,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত