ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে সরকারি মূল্যে মিলছে না এলপি গ্যাস, বেশি দামে বিক্রির অভিযোগ

কাউখালীতে সরকারি মূল্যে মিলছে না এলপি গ্যাস, বেশি দামে বিক্রির অভিযোগ

কাউখালীতে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার এলপি গ্যাস বিক্রেতারা সরকারি মূল্যে কেউ এলপি গ্যাস বিক্রি করছে না বলে অভিযোগ করে শাজাহান আলীসহ অনেক ভোক্তা। ১২ কেজি এলপি গ্যাসের দাম সরকারিভাবে ১১৭৮ টাকা নির্ধারিত থাকলেও বিক্রেতারা স্থানভেদে ১২৮০ থেকে ১৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করছে বলে অভিযোগ করে ক্রেতা আব্দুল হাই।

তিনি জানান, এলপি গ্যাস বিক্রয় লাভজনক বিধায় উপজেলার প্রায় দুই শতাধিক মুদি মনোহারী ও অন্যান্য দোকানে মালামাল বিক্রয়ের সাথে যত্রতত্র অনুমোদনহীন দোকানে চড়া মূল্যে বিক্রি করা হয় এলপি গ্যাস।

উপজেলার দক্ষিণ বাজারে গ্যাস বিক্রেতা শওকত হোসেন জানান, সরকারি নির্ধারিত মুল্যে গ্যাস আমরা ডিলারদের কাছ থেকে কিনতে পারি না, তাদের কাছে থেকে ১২৫০ টাকায় ক্রয় করে পরিবহন খরচসহ ১২৭০ থেকে ১২৮০ টাকায় দোকানে পৌঁছায়। এজন্য কিছুটা গ্যাস বিক্রি করতে গিয়ে ক্রেতাদের সাথে ঝামেলায় জড়াতে হয়।

এব্যপারে বসুন্ধারা গ্যাস কোম্পানির ঝালকাঠী অঞ্চলের ডিলার মোঃ আজাদ জানান, আমরা কোম্পানির নিকট থেকে ১২১০ টাকায় ১২ কেজি বোতলজাত গ্যাস সিলিন্ডার ক্রয় করে ১২৫০ টাকায় পাইকারী বিক্রয় করি।

এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক দেবাশিষ রায় জানান, বাজার পরিদর্শন করে যদি সরকারি নির্ধারিত মূল্যের বেশি বিক্রিয় করে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ্যাস,দাম,অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত