সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক পথচারী নিহত
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ২০:৩৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতু পশ্চিপাড় সংযোগ মহাসড়কের হাটিকুমরুল হাইওয়ে থানার নলকা ব্রিজ এলাকায় ট্রাকচাপায় পথচারী নজরুল ইসলাম (৩০) নিহত হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার আলোকদিয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এস, এ, এম বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জনান, মঙ্গলবার দুপুরে ওই পথচারী নির্মাণাধীন নলকা ব্রিজ পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটানাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।