রংপুরে 'দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা' শীর্ষক সেমিনার

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ১০:২৩ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে 'দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ইসলামিক ফাউন্ডেশনর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মোহা: আব্দুল আলীম মাহমুদ বিপিএম (বার), রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বিপিএম (বার) পিপিএম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুব আলম।

সেমিনারে বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ড যত শক্তিশালী হবে, দারিদ্র্য নিরসন তত সহজ হবে। যাকাত ব্যবস্থাপনাকে সুন্দর করে তুলতে বর্তমান সরকার যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করেছে এবং সরকারি যাকাত ফান্ডের অর্থ যথাযথ পদ্ধতিতে ইসলামি শরিয়া মোতাবেক ব্যয় করা হয়। প্রতিবছর অসহায় দুস্থদের কর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এ অর্থ ব্যয় করা হয়।

এসময়  ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহজাহান, ইসলামিক ফাউন্ডেশনের আট জেলার উপ-পরিচালক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইমাম খতিবগণ।