ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে ৯ ইটভাটা মালিককে ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। এরই অংশ হিসেবে সোমবার (১০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় ৯ ইটভাটা মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- উল্লাপাড়া উপজেলার মেসার্স রুহি ব্রিকস, সরকার অ্যান্ড কং আশা ব্রিকস্, সরকার অ্যান্ড কং হার্ট ব্রিকস্ ও মেসার্স রানীনগর ব্রিকস, তাড়াশ উপজেলার মেসার্স নাবিলা ব্রিকস ও মেসার্স মাইশা ব্রিকস এবং রায়গঞ্জ উপজেলার মেসার্স এলিনা ব্রিকস, মেসার্স রাকিব ব্রিকস ও মেসার্স সুপার ব্রিকস। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

অভিযান,ইটভাটা,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত