টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের চেক বিতরণ
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ১১:২৪ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। টাঙ্গাইল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছিমা বাছিতের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান রুমা খান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
শেষে ফ্যাশন ডিজাইন, ইনটোরিয়া ডিজাইন, বিউটিশিয়ান ও বিজনেজ ম্যানেজমেন্টসহ কয়েকটি শাখার ১৪৯ জনের মাঝে ১২ লাখ ৫৩ হাজার ৫ শত টাকার চেক তুলে দেওয়া হয়।