ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

উত্তরবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সহযোগিতা চাইলেন এমপি মুন্না

উত্তরবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সহযোগিতা চাইলেন এমপি মুন্না

উত্তরবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকলের সহযোগিতা চাইলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এমপির আয়োজনে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান।

এ সময় তিনি বলেন, প্রতিবছরই ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে যানজটের দুর্ভোগে পড়তে হয় ঈদে ঘরমুখো মানুষের। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু পশ্চিপাড় গোলচত্বচর থেকে হাটিকুমরুল ও চান্দাইকোনা পর্যন্ত এ ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গের মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। এজন্য যানজট নিরসনে পুলিশ বাহিনী দিনরাত কাজ করছে এবং সাংবাদিকসহ বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শহিদুল ইসলাম ফিলিপসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন। এ সময় প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উত্তরবঙ্গ,সিরাজগঞ্জ-২
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত