ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ  

শ্রীপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ  

গাজীপুরের শ্রীপুরে আউশ ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের ৬০০ কৃষকের হাতে সার ও বীজ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, শ্রীপুর থানার (ওসি) এএফএম নাসিম, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা প্রমুখ।

এসময় প্রত্যেক চাষিকে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার ও ৫ কেজি করে বীজ প্রদান করা হয়।

সার,বীজ,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত