ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে বেপরোয়া পাওয়ার টিলারের ধাক্কায় গোলাম হোসেন (৩০) নামের এক দিনমজুর নিহত হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন বাঘা উপজেলার সিরামপুর গ্রামের গফুর হোসেনের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

স্থানীয়রা জানায়, নিহত গোলাম হোসেন সকালে একটি মোটরচালিত ভ্যানযোগে বাঘা ও লালপুরের কয়েকজন শ্রমিকসহ ঈশ্বরদীর লক্ষীকুন্ডার দিকে আসছিল। পাকুড়িয়া হাট সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় একটি মোটরচালিত পাওয়ার টিলার ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গোলাম হোসেন নামের এক দিনমজুর নিহত হয়।

দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয়  হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক হওয়ার তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দূর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।