ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দুই মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

সিরাজগঞ্জে দুই মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা।

তারা হলো- কুমিল্লার বোরুড়া উপজেলার তলেগ্রাম গ্রামের আয়শা খাতুন (৪০) ও চৌদ্দগ্রাম উপজেলার কলা বাগান গ্রামের মুর্শেদা খাতুন (৪৫)।

র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম’র নেতৃত্বে বুধবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ওই ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত