ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা

বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বরিশাল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, প্রেসক্লাবের সহ সম্পাদক এম জহির, কোষাধ্যক্ষ সম্পাদক সুখেন্দু এদবর, জিটিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরো চীফ নিকুঞ্জ বালা পলাশ, বাংলা ভিশনের শাহিন হাসান, চ্যানেল আই’র সাঈদ পান্থ, খান রুবেল, রেদোয়ান রানা, অপরাজিতা নারী উন্নয়ন ফোরামের তাহমিনা আক্তার প্রমূখ। বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়াকে আরো বেশি ভুমিকা রাখতে হবে। ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।

বরিশাল,নারী,ক্ষমতায়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত