ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর উপহার

সিরাজগঞ্জে দুঃস্থদেরকে ভিজিএফ’র চাল বিতরণ  

সিরাজগঞ্জে দুঃস্থদেরকে ভিজিএফ’র চাল বিতরণ  

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ হাজার ৬৫ জন অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রায় দিনভর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাল বিতরণ করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন ওই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম ছরওয়ার লিটন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আলীগের সভাপতি আবুল মুনছুর মিন্টু খা, ইউপি সচিব হাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শেফিলী খাতুন, সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারসহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র এ চাল বিতরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,ভিজিএফ,চাল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত