নারায়ণগঞ্জের বন্দরে ‘ওয়ান ফুড ফ্যাক্টরী’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় কারখানায় উপস্থিত ৫ জনের মধ্যে ৩ জনকে ধরতে সক্ষম হলেও দুইজন কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম।
এর আগে, ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানাধীন কাজীপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শহীদুল ইসলাম (২৪), রাহাত হোসেন (২৪) ও ফজলুর রহমান (৩৩)। পলাতকরা হলেন- শাহরিয়ার হোসেন সজীব (৩৩) ও মোঃ দেলোয়ার হোসেন (৪৮)।
অভিযানে ২০০ মিঃলিঃ ওজনের ১৪৪০ পিছ ‘ওয়ান শাহী লাচ্ছি’, ৬ পিছ ‘ওয়ান প্লাস বডি লোশন’ ও ১৮ পিছ ‘ওয়ান ফ্রুটো’ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মুল্য প্রায় ৬ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম জানান, ‘আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কোন রকম অনুমতি না নিয়ে পণ্য উৎপাদন ও বিপনন করে আসছিলো। বুধবার (১২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ফোর্স ওই কারখানাতে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে ও বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।’