ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

দরিদ্র সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউরিয়া সার কারখানা কলেজ এল্যামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন- ইউএসকেসিএডব্লিউএ।

শনিবার (১৫ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর বাজারে সংস্থার প্রধান কার্যালয়ের সামনে থেকে ঈদ উপহার তুলে দেয়া হয়। এসময় সংস্থার সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী ফরিদ আহমদ উপস্থিত ছিলেন।

ইউরিয়া সার কারখানার স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ইউএসকেসিএডব্লিউএ ২০১৭ সালের পহেলা আগস্ট প্রতিষ্ঠিত হয়। অসহায়, সুবিধাবঞ্চিত, দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বী করে তোলা, চিকিৎসা সহায়তা দেয়া, খাবার বিতরণ, জনস্বার্থে বিভিন্ন ইস্যুতে সচেতনতা বৃদ্ধির কাজ করে সংস্থাটি।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাবরিনা সুলতানা ফ্লোরা জানান, জনসেবামূলক কার্যক্রমের পরিধি আরো বাড়ানো হবে। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।

ঈদ,উপহার,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত