পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় জলফি (২৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া বাজারের গাফফার প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলফি খাতুন পাবনার সাথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামের জুয়েল রানার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নিহত গৃহবধূ স্বামীর মোটরসাইকেল যোগে পাবনার দিকে যাচ্ছিল। দাশুড়িয়া গাফফার প্লাজার সম্মুখে পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ গৃহবধূর মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।