পটুয়াখালীর দুমকি উপজেলাধীন অটোরিকশা চালকদের নিয়ে আসন্ন ঈদুল ফিতরের আইন শৃঙ্খলা, যানজট মুক্ত রাস্তা ও সড়ক দুর্ঘটনা রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান, পল্লীসেবা সংঘের পরিচালক হুসাইন আহমদ কবির, এসআই শাহীন হোসেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমূখ। সভায় অটো শ্রমিকরা তাদের বিভিন্ন অসুবিধা ও প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন।
এসময় বক্তাগন অটোরিকশা চালকদের লাইসেন্স, অপরিণত বয়স্কদের অটোরিকশা চালানো নিষেধ, ডানপাশ দিয়ে যাত্রী উঠানামা করা নিষেধ। অটোরিকশা রিক্সায় মালিকের নাম ও মোবাইল নম্বর লেখার বিষয় আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।