সারের মূল্য বৃদ্ধি ও লোডশেডিং বন্ধের দাবিতে রংপুরে বাসদের বিক্ষোভ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ১৬:৩২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

সারের বর্ধিত মূল্য প্রত্যাহার, পরপর ৩ বছর খাজনা পরিশোধ না করলে ৬.২৫% জরিমানা বাতিল ও  দীর্ঘ  লোডশেডিং এর প্রতিবাদে বাসদ রংপুর জেলার উদ্যোগে রোববার (১৬ এপ্রিল) সকালে এক বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাসদ রংপুর জেলার সংগ্রামী আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব মমিনুল ইসলাম। বক্তারা বলেন, সরকারের অযৌক্তিক সারের মূল্য বৃদ্ধির ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন খরচ তুলতে পারছে না। পরপর ৩ বছরের খাজনা বাকী থাকলে ৬.২৫% জরিমানার ব্যবস্থা কৃষকদের জন্য মরার উপর খাড়ার ঘা। সরকার একের পর এক কৃষক, শ্রমিকদের জীবন দূর্বিষহ করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। গরম পড়তে না পড়তেই দীর্ঘ সময় ধরে লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে সারের বর্ধিত মূল্য প্রত্যাহার ও লোডশেডিং বন্ধের দাবি জানান।