ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দুস্থদের মাঝে রবি ছাত্রলীগের ইফতার বিতরণ 

সিরাজগঞ্জে দুস্থদের মাঝে রবি ছাত্রলীগের ইফতার বিতরণ 

পবিত্র রমজান উপলক্ষে সিরাজগঞ্জে গরীব দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শাহজাদপুরে অস্থায়ী একাডেমিক ভবনের ম‚ল ফটকের সামনে শতাধিক পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে শুক্রবার এ ইফতার বিতরণ করা হয়।

রবি ছাত্রলীগ কর্মীরা বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন নিজেদের মধ্যে ইফতার পার্টির আয়োজন না করে গরীব, অসহায়, ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করতে হবে। এ নির্দেশনা মোতাবেক ও বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আমরা সুষম ইফতার বিতরণ করছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখব।

উলে­খ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি না থাকলেও তারা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে ছাত্রলীগের নির্দেশনার সকল কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং রবি ছাত্রলীগকে সুসংগঠিত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে।

সিরাজগঞ্জ,ইফতার,ছাত্রলীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত