দুমকিতে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ১৯:২১ | অনলাইন সংস্করণ

  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি উপজেলা কৃষি অফিস চলতি কৃষি খরিফ-১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচএম মাসুদ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম প্রমুখ।

বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।